চ্যানেল7বিডি ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন তুলেছেন, আল্লাহ কি এই মানুষটার মাঝে ন্যূনতম অপরাধবোধ দেননি?
কী বললেন আসিফ নজরুল?
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সবসময় আত্মবিশ্বাসের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ সুরে কথা বলেছেন। তার শেষ সংবাদ সম্মেলনেও একই ভঙ্গি বজায় রেখেছেন। তিনি আমাদের যন্ত্রণার স্মৃতিকে তাচ্ছিল্য করেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দাবি করেছেন, আবু সাঈদের হত্যার দৃশ্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। মুগ্ধকে ছাত্ররাই গুলি করে হত্যা করেছে। বলুন, এসব কি সহ্য করা যায়?
সরকার ও দলের ভূমিকা নিয়ে প্রশ্ন
আইন উপদেষ্টা অভিযোগ করে বলেন, মিথ্যাচারের পাশাপাশি তিনি (প্রধানমন্ত্রী) সবাইকে উসকে দিয়েছেন—কাকে আক্রমণ করতে হবে, কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে তিনি ছাড়বেন না ইত্যাদি বিষয়ে। এরকম আচরণ কীভাবে সম্ভব? যার মধ্যে ন্যূনতম অপরাধবোধ নেই, তিনি তো সবকিছুই করতে পারেন।
তিনি আরও দাবি করেন, তার দলের কিছু অংশ শেখ হাসিনার প্রতি অন্ধ আনুগত্য দেখিয়ে একই ধরনের মিথ্যাচার করছে। তারা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পেরেছে, আওয়ামী লীগের কর্মীরা আরও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এ কারণেই “অপারেশন ডেভিল হান্ট” চালানো হচ্ছে।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ