“অবৈধ সম্পদ অর্জন” স্ত্রীসহ সাবেক শিল্পমন্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা 

মোঃ তাজুল ইসলাম বাদল  মনোহরদী (নরসিংদী)  প্রতিনিধি।  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং তার স্ত্রী নাদিরা মাহমুদের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক শিল্পমন্ত্রী সরকারি কর্মচারি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে এসব অর্থ উপার্জন করেছেন। এছাড়াও, নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে ১৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

স্বামীর প্রভাব খাটিয়ে তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে অবৈধ উপার্জনের অভিযোগ এনেছে দুদক। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নাদিরা মাহমুদ স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *