মঙ্গোলিয়া সফরে গিয়ে গ্রেপ্তার হতে পারেন পুতিন?

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে মঙ্গোলিয়া সফরের পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়ে দিয়েছে, যদি পুতিন মঙ্গোলিয়ায় যান, তবে দেশটি তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে। বিবিসি শুক্রবার জানিয়েছে, পুতিনের মঙ্গোলিয়া সফরের সম্ভাবনা আগামী মঙ্গলবার রয়েছে। এটি আইসিসি সদস্য কোন দেশে তার প্রথম সফর হবে, যেখানে গ্রেপ্তারের আদেশ রয়েছে।

আইসিসি পুতিনকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে, বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করার পর অসংখ্য শিশু বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার কারণে। এই পরিস্থিতিতে ইউক্রেন মঙ্গোলিয়াকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে, তারা পুতিনকে গ্রেপ্তার করতে বাধ্য। কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, তাদের সফরের বিষয়ে কোনো উদ্বেগ নেই। তিনি বলেন, “মঙ্গোলিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে।”

বিবিসি আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখপাত্র ডক্টর ফাদি আল-আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল যে, কিভাবে পুতিন আইসিসি সদস্য রাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সফর করবেন। আল-আবদুল্লাহ জানান, আদালত তার সিদ্ধান্ত বাস্তবায়নে মঙ্গোলিয়া ও অন্যান্য সদস্য রাষ্ট্রের ওপর নির্ভর করে। তিনি বলেন, “মঙ্গোলিয়ারও আমাদের আদেশ অনুযায়ী সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে।”

আইসিসি ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশুদের অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে এবং পরোয়ানাটিকে ‘আক্রোশের’ ফল হিসেবে অভিহিত করেছে। আইসিসির মুখপাত্র ডক্টর আল-আবদুল্লাহ জানান, সদস্য রাষ্ট্রগুলো যদি কোনো সহযোগিতা না করে, তবে আদালতের বিচারকরা তা খতিয়ে দেখবেন এবং ওই রাষ্ট্রকে অবহিত করবেন।

আইসিসি নিজস্ব বাহিনী না থাকায় সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা নেই। গ্রেপ্তার ও হস্তান্তরের দায়িত্ব কেবল সদস্য দেশগুলোর ওপর নির্ভর করে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করে, মঙ্গোলিয়া পুতিনের যুদ্ধাপরাধী হিসেবে পরিচিতির বিষয়টি স্বীকার করবে এবং তাকে গ্রেপ্তার করে আইসিসির কাছে হস্তান্তর করবে। গত বছর দক্ষিণ আফ্রিকায় একটি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সময় গ্রেপ্তারের পরোয়ানার কারণে পুতিন সফর বাতিল করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *