অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) ভোরে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে তোলা হয়। বেলা ১২টার দিকে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বায়েজিদ বোস্তামী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন এরশাদ নামের এক ব্যক্তি। তিনি শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০-১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় এম এ লতিফের বিরুদ্ধে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।