স্বেচ্ছাসেবীদের দুপুরের খাবার সরবরাহ করলো বাস মালিক গ্রুপ

বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়া অফিস।। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিজয়ের পর থেকে এখন পর্যন্ত ট্রাফিক পুলিশ সহ পুলিশের অনান্য ইউনিট পুরোপুরিভাবে তাদের কার্যক্রম শুরু করেনি। দেশের অনান্য জেলা ও বিভাগীয় শহরের ন্যায় কুষ্টিয়া জেলার থানাগুলোতে সবে মাত্র ফিরতে শুরু করেছে পুলিশ। তবে ট্রাফিক পুলিশের উপস্থিতি একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। 

এমতাবস্থায় গত ৬ আগষ্ট থেকে সারাদেশে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে ছাত্র ছাত্রীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের প্রয়োজনে এগিয়ে আসা এসব স্বেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন ব্যক্তি, প্রতিষ্ঠান সহ বিভিন্ন বেসরকারি সংস্থা। স্বেচ্ছাসেবীদের জন্য নাস্তা, খাবার পানি, দুপুরের খাবার সরবরাহ করে চলেছেন তারা। 

এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে কুষ্টিয়া শহরে স্বেচ্ছাশ্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার, বিএনসিসি ও আনসার ব্যাটেলিয়ান এর প্রতিনিধিদের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের দুপুরের খাবার সরবরাহ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-যুব প্রধান কে.এম রাইয়ানুর রহমান, বিভাগীয় প্রধান পলাশ খন্দকার ও সিনিয়র রোভার মেট মোঃ হৃদয় খাবার গ্রহন করেন। 

এসময় কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের সভাপতি হাজী মোঃ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সভাপতি হাজী নুরুল ইসলাম, সহ সভাপতি সালাহউদ্দিন সন্টু, সাধারণ সম্পাদক হাসান ফজল সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক এস এম রেজাউল করিম, নির্বাহী সদস্য

মোঃ কামরুজ্জামান মিন্টু ও মোঃ আইয়ুব আলী, দি কুষ্টিয়া চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজী রফিকুল ইসলাম এবং বিভিন্ন বাসের মালিকগণ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *