সাকিবের নিশ্চুপ থাকার কারণ জানেন না কোচ নাজমুল আবেদীন ফাহিম

বিশেষ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত কয়েক সপ্তাহ ধরে পুরো দেশ উত্তাল ছিল। এই আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে।

এই আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে সমর্থন জানিয়ে আসছিলেন ক্রীড়াঙ্গণের অনেকেই। তবে মাঠে স্বশরীরে অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম। বয়সের ভার এবং রোদ-বৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে তিনি রাজপথে ছাত্রদের পাশে ছিলেন।

সরকার পতনের পর, ফাহিম স্যারও ছাত্র-জনতার বিজয় উদযাপনে শরিক হন এবং আন্দোলনের বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এক জাতীয় গণমাধ্যমে। তিনি মনে করেন, এখনই ক্রীড়াঙ্গণে প্রয়োজনীয় পরিবর্তন আনার উপযুক্ত সময়।

ফাহিম বলেন, “এখন একটা সুযোগ এসেছে, আমরা চাইলে সব কিছু সুন্দরভাবে সাজাতে পারি। এত দিন যেখানে কথা ছিল, কোথাও হয়তো যোগ্য লোক নেই, স্বচ্ছতার অভাব রয়েছে, সেই বিষয়গুলো এখন দেখার সুযোগ এসেছে। আমাদের নিশ্চয়ই যোগ্য লোকও আছে, তাদের নিয়ে এখন এগিয়ে যেতে হবে।”

প্রসঙ্গত, ফাহিম স্যার গত বিসিবি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি বিসিবিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি। তিনি বলেন, “ক্রিকেট ভালো করুক, এতে আমার খুব আগ্রহ আছে। কিছু করার থাকলে করতে পারি, কিন্তু বোর্ডে যাওয়ার আমার তেমন কোনো আগ্রহ নেই।”

ফাহিমের সবচেয়ে প্রিয় ও কাছের ছাত্র হিসেবে পরিচিত সাকিব আল হাসান, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তবে সাম্প্রতিক আন্দোলনের সময় সাকিবের নীরবতা ফাহিমকে খুশি করতে পারেনি। তিনি বলেন, “সাকিবের সুযোগ ছিল সমর্থন জানানো, কিন্তু কেন সেটা করেনি, তা সে নিজেই ভালো জানে। ভক্তরা আশা করেছিল, সাকিবের থেকে কিছু না কিছু একটা আসবে।”

ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে ফাহিম স্যার বেশ আশাবাদী। তিনি বলেন, “আমাদের ছাত্রসমাজ যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা নিয়ে এসেছে, তা আমাদের দেশের উন্নতির পথে একটি বড় দরজা খুলে দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *