বিশেষ প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গত ০৯ মে ২০২৪ তারিখ সকাল অনুমান ০৯০০ ঘটিকার সময় সরকারী রাজস্ব আহরণের কাজে বাধা সরকারী কর্মকর্তাগণের দায়িত্ব পালন অবস্থায় প্রাণনাশের হুমকি নকল বিড়ি এবং নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও সরবরাহ করে সরকারের রাজস্ব ঝুঁকি ও রাজস্ব ফাঁকির অপচেষ্টা করার অপরাধের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মামলা নং-০৯ তারিখ ১১ জুন ২০২৪ ধারা-25A(b)/25(D) The Special powers act 1974 তৎসহ ১৪৩/১৮৬/১৮৯ পেনাল কোড ১৮৬০ এর মামলা রুজু হয়।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে অদ্য ০৩ জুলাই ২০২৪ খ্রিঃ ২০০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১নং এজাহারনামীয় আসামী ১। মোঃ আলমগীর (৩৫) পিতা-মোঃ সামাদ এবং ২। মোঃ আনোয়ার হোসেন বকুল (৫২), পিতা-মৃত ইয়াসীন আলী প্রামানিক, উভয় সাং-বাহাদুরপুর, থানা-ভেড়ামারা জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামরা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।