রেলস্টেশনের উচ্ছেদ অভিযানের পরে টাকা দিয়ে দোকান বসানো কর্মকর্তাদের লাগাম ধরবে কে?

নিজস্ব প্রতিনিধি: একদিকে উচ্ছেদ অভিযান অন্যদিকে উৎকোচ নিয়ে দোকান বসানোর অভিযোগ উঠেছে টঙ্গী রেলওয়ের জংশনে।  জুতার দোকান, চায়ের দোকান, বিভিন্ন রকমের পসরা বসিয়ে টঙ্গী রেলস্টেশনে অবস্থান করেছেন কয়েকশো পরিবারে দোকানীরা। গত এক সপ্তাহ আগে তাদের দোকান ভেঙে দিয়েছে টঙ্গী রেলওয়ের বড়বাবু আসবেন বলে।  কয়েকদিন যেতে না যেতে আজ শনিবার দোকান বসানোর কথা এখন সকলের মুখোমুখে।

 

অনুসন্ধানে গিয়ে জানা যায়, কোবাত আলীর  মেয়ের জামাই রণু, তহিদুল ইসলাম ,জাহাঙ্গীর ও রেলওয়ের কতিপয় অসাধু কর্মকর্তাদের যুগ সাজশে বসানো হচ্ছে উৎকোচ নিয়ে এইসব দোকান। দোকানি জাফর আহমেদ ,আলী ,নির্জন, রনি, জানান কয়েকদিন পরপর নানা অভিযানের কথা বলে এখানে দোকান উচ্ছেদ অভিযান করা হয় আবার পরে এমনিতেই ঠিক হয়ে যায় অন্য দোকানি সমিরুদ্দিন জানান, টাকা নিয়েই বসানো হচ্ছে এইসব দোকান।, কে দোকান উচ্ছেদ করছেন আবার কে দোকান টাকা দিয়ে বসাচ্ছেন। আগামী পর্বে অনুসন্ধানী প্রতিবেদন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *