রাজধানীর বিভিন্ন এলাকায় গভীর রাতে ডাকাতির সংবাদ

বিশেষ প্রতিনিধি: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে, যা পুরো শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা নিজস্ব টিম গঠন করে বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন। বুধবার (৭ আগস্ট) রাতে অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার ফেসবুক পোস্টে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন।

পোস্টে তাসনিয়া ফারিণ লিখেছেন, “উত্তরা সেক্টর ১২ তে ডাকাত ঢুকেছে। প্রিয়াংকা সিটি ও আশেপাশের মানুষ একটু সতর্ক থাকেন।”

রাত সাড়ে ১২টা থেকে সাভার, মানিকগঞ্জ, মোহাম্মদপুর, শেখেরটেক, মিরপুর-৬, মিরপুর-২, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্ত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে এসব এলাকায় ডাকাতি হচ্ছে। “আমরা সাভারবাসী” নামক ফেসবুক গ্রুপে দেখা গেছে, সেনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে দুজনকে এবং মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেধে রেখেছে এলাকাবাসী।

তবে ডাকাতির এসব খবর সত্য নাকি গুজব তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আইএসপিআর জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *