বঙ্গীয় সাহিত্য -সংস্কৃতি সংসদ, কুষ্টিয়ার আয়োজনেকবি ও বাচিকশিল্পী ভবতোষ দাস এর সংবর্ধনা ও কবিতা পাঠের আসর

বঙ্গীয় সাহিত্য -সংস্কৃতি সংসদ,কুষ্টিয়ার আয়োজনে, পশ্চিম বাংলার নন্দিত কবি ও বাচিকশিল্পী ভবতোষ দাস এর সংবর্ধনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে বঙ্গীয় সাহিত্য -সংস্কৃতি সংসদ, কুষ্টিয়ার সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গীয় সাহিত্য -সংস্কৃতি সংসদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক অজয় মৈত্র। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. নবীনুর রহমান খান , কবি হাশিম কিয়াম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান সিদ্দিকী, হাসান টুটুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভবতোষ দাস এর সহধর্মিণী অর্পনা দাস। মানপত্র পাঠ করেন মুক্তিযুদ্ধের গবেষক কবি ইমাম মেহেদী।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ভবতোষ দাস তার বক্তব্যে বলেন, আপনাদের এই আয়োজনে আমি মুগ্ধ। আমার নিজের জন্য গর্ববোধ হচ্ছে। আপনাদের আতিথেয়তা ও আন্তরিকতা ভুলবার নয়। আমি অনুপ্রাণিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সরওয়ার মুর্শেদ বলেন, কাঁটাতারের বেড়া আমাদের দুই বাংলার বন্ধনকে আটকাতে পারেনি, এই অনুষ্ঠান তারই প্রমাণ।

অনুষ্ঠানের সভাপতি ড. আমানুর আমান বলেন, বঙ্গীয় সাহিত্য -সংস্কৃতি সংসদ সবসময় কবি-সাহাত্যিক গুণীজনদের কদর করে এবং বাঙালির ইতিহাস ঐতিহ্য, বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতিকে সামনে এগিয়ে নিতে কাজ করছে। আপনাদের সকলের সহযোগিতায় এ কাজ অব্যাহত থাকবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কুষ্টিয়ার সহসভাপতি সাদিয়া জামান মহুয়া, যুগ্ম-সম্পাদক এসএস রুশদী, সাংগঠনিক সম্পাদক সাকিলা দোলা, প্রচার- প্রকাশনা সম্পাদক দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, অর্থ সম্পাদক শেখ আকতার, এ্যাড,নাজমুন নাহার, আনোয়ার কবীর বকুল, ইমাম মেহেদী ও তানভীর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি কনক চৌধুরী।

সংবর্ধিত অতিথি ভবতোষ দাস ও সহধর্মিণী অপর্না দাস এর আবৃত্তিতে জমে ওঠে আসর । অনুষ্ঠানে কুষ্টিয়ার বিশিষ্ট কবি সাহিত্যিকরা কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *