বিশেষ প্রতিনিধি: সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে পরিকল্পিত ফুলকোর্ট সভা আবারও স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বিচারপতি বর্তমান পরিস্থিতিতে আদালতের কার্যক্রম এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন। তবে এই সভা এখন স্থগিত করা হয়েছে।
এর আগে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রধান বিচারপতির সভার বিষয়টি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন যে, প্রধান বিচারপতি কোনো পূর্ববর্তী আলোচনা বা অনুমতি ছাড়াই ফুলকোর্ট সভা ডেকেছেন এবং সরকারের সঙ্গে আলোচনায় না যাওয়ার কারণে তিনি প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন।
তিনি লেখেন, ‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ও বিভিন্ন অপকর্মে জড়িত প্রধান বিচারপতি এই সভা ডেকেছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান বিচারপতির পদত্যাগের দাবি করছি।’
তিনি আরও বলেন, ‘মারাত্মক পরিণতির আশঙ্কায় প্রধান বিচারপতি পদত্যাগ করুন এবং ফুলকোর্ট সভা স্থগিত করুন।’