নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এছাড়া, কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
নিয়োগ পাওয়ার পর গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। অধ্যাপক খান বলেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী আদর্শ ও মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার চেষ্টা করব।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সায়েদুর রহমান।
সম্প্রতি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছিলেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলো শূন্য হয়ে গিয়েছিল।