এবার বিসিবিকে নিয়ে কড়া মন্তব্য রুবেলের

বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তার দেশত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এরপর বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠছে, যার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অন্যতম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছেন ক্রিকেটার রুবেল হোসেন। তিনি বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও করেছেন এবং বোর্ডের রদবদলের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এমনকি এই পরিবর্তনের তালিকায় কোচ চান্ডিকা হাথুরুসিংহের নামও উল্লেখ করেছেন।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রুবেল বলেন, “গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা এখন বলছে তারা দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করা ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।”

রুবেল আরও বলেন, “একইভাবে চান্ডিকা হাথুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করা ব্যক্তিদের আর কোনো দায়িত্বে দেখতে চাই না।”

ব্যাটার ইমরুল কায়েসও বিসিবির সংস্কারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম, যেখানে বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে মিথ্যা আশ্বাস দিচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে তারা ধ্বংস করেছে, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মানও দেখানো হয় না।”

এই মন্তব্যগুলোর ফলে বিসিবির নেতৃত্ব এবং নীতিমালায় পরিবর্তনের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *