নিজস্ব প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ জুন) বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. আ ব ম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক ড. মাহবুবুল আরফিনকে ও সদস্য সচিব হিসেবে অধ্যাপক ড. মাহবুবর রহমানকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু পরিষদের বুদ্ধিবৃত্তিক সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে ও আদর্শিক, উন্নত ভাবমূর্তি রক্ষার্থে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে এই নবগঠিত একীভূত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান। কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মো. মামুনুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, অধ্যাপক ড. মো. ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সাদাত, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মো. আবদুল্লাহ-আল-মাসুদ, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম, প্রদীপ কুমার অধিকারী, মো. সাজ্জাদ হোসেন জাহিদ, ড. লিটন বরণ সিকদার, এম. এম. নাসিমুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, ড. মো. মোস্তাফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, সাহিদা আখতার, মো. ইমতিয়াজ ইসলাম, অনিন্দিতা হাবিব।
কমিটির আহ্বায়ক ড. মাহবুবুল আরফিন বলেন, দীর্ঘদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের বিভাজন ছিল আমরা কেন্দ্রের সাথে কথা বলে বিষয়টি একীভূত করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাবো। এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বঙ্গবন্ধু চর্চার অন্যতম কেন্দ্ররূপে বিকশিত করে তোলার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির আত্মত্যাগ তুলে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করার কাজে একনিষ্ঠ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ বঙ্গবন্ধু পরিষদ।