বিশেষ প্রতিনিধি: আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে, যার সদস্য সংখ্যা হবে ১৫ জন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আগামীকাল বৃহস্পতিবার (আজ) রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। এ সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫, যদিও দু-একজন বেশিও হতে পারে।” তিনি আরও জানান, ড. ইউনূস বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে আসছেন এবং তাকে রিসিভ করতে তারা বিমানবন্দরে যাবেন।
সেনাপ্রধান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং আগামী তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি লুটতরাজ ও অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
ছাত্রদের কাজের প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটতরাজ বন্ধে ছাত্ররা ভালো কাজ করছেন। তাদের এই কাজগুলো চালিয়ে যেতে আমরা স্বাগত জানাই।”
সেনাবাহিনী নিয়ে গুজব রোধে তিনি বলেন, “কোনো বিষয়েই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন সেনাবাহিনীকে নিয়ে কেউ সংবাদ প্রকাশ না করে।” তিনি আরও জানান, পুলিশের পুনর্গঠন চলছে এবং শিগগিরই নতুন পুলিশপ্রধানের অধীনে পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, সারা দেশে সেনাবাহিনীর টহল চলছে। তিনি বলেন, “রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন যে এগুলো (লুটতরাজ ও খুনোখুনি) হবে না। তারপরও যদি কোনো ব্যর্থতা থাকে, সেটা আমার।”