ম্যানচেস্টারে ধনাঞ্জয়া ও রতনায়েকের ব্যাটে শ্রীলঙ্কার উদ্ধার

অনলাইন ডেস্ক: মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। শুরুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও উইকেটের পতন। একপর্যায়ে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে আরও বিপর্যস্ত অবস্থায় চলে যায় দলটি।

আজ ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটিং ছিল এমনই দুর্বল। তবে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও অভিষিক্ত মিলান রতনায়েকের সাহসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। এই দুজনের ফিফটিতে ভর করে শেষ তিন উইকেটে শ্রীলঙ্কা আরও ১০০ রানের বেশি যোগ করে, দল থামে ২৩৬ রানে। ধনাঞ্জয়া করেন ৭৪ রান, আর রতনায়েকের ব্যাট থেকে আসে ৭২ রান, যা শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করে ২২ রান নিয়ে, কোনো উইকেট না হারিয়ে।

ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক ধনাঞ্জয়া। কিন্তু ৭ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে সেই সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে।

প্রথমে গাস অ্যাটকিনসনের বলে হুক করতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন দিমুথ করুনারত্নে, এরপর ক্রিস ওকস দ্রুত তুলে নেন নিশান মাদুশকা ও অ্যাঞ্জেলো ম্যাথুজের উইকেট। ৬ রানে ৩ উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল ৩৪ রানের জুটি গড়েন। কিন্তু মার্ক উড মেন্ডিসকে আউট করলে শ্রীলঙ্কা আবারও উইকেট হারাতে থাকে।

১১৩ রানে সপ্তম উইকেট হারানোর পর ধনাঞ্জয়া ডি সিলভা ও রতনায়েকে শ্রীলঙ্কার ইনিংসকে কিছুটা স্থিতিশীল করেন। শোয়েব বশিরের বলে ধনাঞ্জয়া ক্যাচ দিয়ে আউট হওয়ার সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ১৭৬। ধনাঞ্জয়ার ৮৪ বলে করা ৭৪ রানের ইনিংসে ছিল ৮টি চার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।