সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ঃ
গাইবান্ধা সদর থানায় কর্মরত সৎ,নিষ্ঠাবান,অত্যান্ত চৌকস,সাব-ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান,গত ৭-ই জুন ২০২৪ খ্রিঃ তারিখে যোগদান করে বেশ কয়েকটি ক্লুলেস মামলার তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতারসহ এলাকায় মাদক-নির্মূল অভিযান, সাইবার অপরাধীদের গ্রেফতার করে আইনের আওয়াতায় এনেছেন।
প্রসঙ্গক্রমে,গাইবান্ধা জেলায় তার কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য—গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে গাইবান্ধায় হত দরিদ্র পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডাকে হত্যা করে ছিনতাই হওয়া অটোসহ মুল হত্যাকারীকে র্যাবের সহযোগিতায় গ্রেফতার করেন,১৫-ই এপ্রিল ২০২৫ তারিখে জুলাই-অভ্যুত্থানের মামলার ১ নং আসামি গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি সরোয়ার কবিরকে পলাতক থাকা অবস্থায় দিনাজপুর থেকে গ্রেফতার করেন, ৯-ই জানুয়ারি ২০২৫ তারিখে ডাকাতের হাতে নিহত ডিপুল চন্দ্র এর হত্যাকারী ডাকাতদলকে গ্রেফতার করেন,২৭-শে নভেম্বর ২০২৪ তারিখ কাবিলের-বাজার এলাকায় হত্যাকে আত্নহত্যাও বলে চালিয়ে দেওয়া ঘটনার মুল রহস্য উদঘাটন করেন ও আসামিকে গ্রেফতার করেন,গত ১লা নভেম্বর ২০২৪ তারিখ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিকে পলাতক অবস্থায় ঢাকা থেকে গ্রেফতার করেন, এবং ২৯শে জুন ২০২৪ তারিখে হাসেম-বাজার এলাকায় বদিয়াজ্জামান কে কুপিয়ে হত্যাকারীকে অভিযান পরিচালনা করে মূল চার আসামিকে পলাতক অবস্থায় ঢাকা থেকে গ্রেফতার করেন।
গত ১৭-ই মে ২০২৫ তারিখে পুলিশ হেডকোয়ার্টারে এক আদেশে এই ডায়নামিক অফিসার কে রাজশাহী রেঞ্জের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এতে সাধারণ জনগণ, সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধিগণ তার এই অনাকাঙ্ক্ষিত বদলিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এলাকার সাধারণ জনগণ,সুশীল সমাজ ও জন প্রতিনিধিগণ স্মার্ট সিনিয়র সাব-ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান এর বদলিতে এই এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে—এই মর্মে অনেকেই আশঙ্কা করছেন।