জাকির হোসেন সুজন : রংপুরে রবিবার (২৫ মে)২০২৫ খ্রিস্টাব্দে রংপুর জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আজ রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “ভূমি মেলা ২০২৫” এর শুভ উদ্বোধন এবং ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতামূলক সভা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম,উপ-মহা পুলিশ পরিদর্শক, রংপুর রেঞ্জ রংপুর।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিদ আলী, বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর। সভাপতিত্ব করেন রংপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে বক্তারা ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল ভূমি সেবা এবং জনগণের ভূমি-সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ভূমি সংক্রান্ত দুর্নীতি, হয়রানি ও জটিলতা কমাতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
এছাড়াও ভূমি অফিসের ডিজিটাল কার্যক্রম, অনলাইন ভূমি সেবা, খতিয়ান ও নামজারির সুবিধা প্রাপ্তির পদ্ধতি নিয়ে উপস্থিত জনসাধারণকে অবহিত করা হয়। অনুষ্ঠানে রংপুর জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।