নাটোরের নলডাঙ্গায় অটোরিক্মা উল্টে এসএসসি পরীক্ষার্ধীর মৃত্যু

ইউসুফ হুসাইন নাটোর * নাটোরের নলডাঙ্গায় অটোরিক্মা উল্টে রাকিবুল ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্ধীর মৃত্যু হয়েছে।সোমবার বেলা দেড় টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ার সময় নাটোর – আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে এ সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়। নিহত রাকিবুল ইসলাম ( ১৭) উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের কৃষক আলী হোসনের ছেলে ও বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার সকালে উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলাম ও তার চার সহপার্টির সাথে রির্জাভ অটোরি´া ভাড়া নিয়ে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।পরীক্ষা শেষে রাকিবুল চার সহপাটিদের নিয়ে রির্জাভ অটোরিক্সা চড়ে বেড়াতে বের হয়।এসময় মাধনগর যাওয়ার পথে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে হঠাৎ অটোরিক্সাাটি উল্টে গেলে রাকিবুল ইসলাম অটোরিক্সার নিচে পড়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *