নিজস্ব প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গত ২৮/০৫/২৫ খ্রিঃ অনুমান ১৫.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা বাজার পৌর ০৫ নং ওয়ার্ডস্থ মোঃ অনিকুর রহমান অনিকের কেকস কিং নামক দোকানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে মোঃ ওয়াসিম আকরাম নির্ঝর(৩০), পিতা-মোঃ রেজাউল করিম, সাং-১২ দাগ, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এবং মাসুদুর রহমান মান্নান(৬০), পিতা-মৃত খোসবার রহমান, সাং-ফারাকপুর, থানা-ভেয়ামারা, জেলা-কুষ্টিয়াদ্বয়কে হত্যার উদ্দেশ্যে মারপিট এবং গুরুত্বর রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখম করে। উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার ভেড়মারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১৭, তারিখ ২৯ মে ২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩৮০/ ৪২৭/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ এবং র্যাব-২, সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ০৩ জুন ২০২৫ তারিখ ২০:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় ০৬ নং আসামি মোঃ রাব্বী শেখ(৩০), পিতা-বজু শেখ, সাং-নওদাপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ০৩টি মোবাইল, ০৪টি সিম এবং নগদ ১১,৫৬৫/- টাকা সহ ঢাকা জেলার শেরেবাংলা নগর থানাধীন রাজস্ব ভবনের সামনে হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।